শেরপুরের নালিতাবাড়ীতে ধান খেত থেকে নাজমা বেগম (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের মৃত রইজ উদ্দীনের মেয়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নাজমা বেগম ঢাকায় চলে গিয়েছিলেন। কিছুদিন ধরে তিনি নকলা উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামের একটি ধানখেতে বোরকা পরিহিত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’