হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে ধান খেত থেকে নারীর মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ধান খেত থেকে নাজমা বেগম (৩৭) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামের মৃত রইজ উদ্দীনের মেয়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নাজমা বেগম ঢাকায় চলে গিয়েছিলেন। কিছুদিন ধরে তিনি নকলা উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামের একটি ধানখেতে বোরকা পরিহিত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাস রোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’ 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার