হোম > সারা দেশ > শেরপুর

একই পরিবারের আটজন জখমের ঘটনায় নিহত ১ 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একই পরিবারের আটজনকে কুপিয়ে জখম করার ঘটনায় জালাল উদ্দীন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত ৩ নভেম্বর বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমেশ্চুড়া জোড়ার পাড় গ্রামের প্রতিপক্ষ নই মিয়া, তাঁর ছেলে শফিকুল ও তাঁদের সমর্থকেরা কুপিয়ে জখম করে জালালের পরিবারের সদস্যদের। 

এ ঘটনায় আহতেরা হলেন জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), তাঁদের মেয়ে জামেনা খাতুন (৩৩), ছেলে আব্দুর রশিদ (৩৮) ও তাঁর স্ত্রী শাহনাজ বেগম (৩০), রশাদ আলী (২২) মনির হোসেন (২৫) ও তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মর্জিনা বেগম (২২ 

এ ঘটনায় জালাল উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৫ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। 

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘নই মিয়া আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করে আসছিল। গত ৩ নভেম্বর তারা আমার বৃদ্ধ বাবা, মা, ভাই, বোন ও ভাবিদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে। এ ঘটনায় আমার বাবা ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার মারা গেছেন। মিয়া গ্যাংদের বিচার চাই।’ 

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, এ ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে