শেরপুরের নাকুগাঁওসহ তিনটি স্থলবন্দর দিয়ে চলমান আমদানি-রপ্তানি কার্যক্রম আরও বাড়াতে চায় ভুটান। ভারতের ট্রানজিট ব্যবহারের অনুমতি পেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্ডসিল।
আজ সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
এ সময় ভুটান রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভুটানের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ভালো। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক আরও গতিশীল করতে বাংলাদেশের তিনটি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু করতে চায় ভুটান।’
এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ভুটানের দ্বিতীয় বাণিজ্যিক পয়েন্ট। বর্তমানে ইন্দো-বাংলাদেশ ও ইন্দো-ভুটান চুক্তি থাকলেও খুব দ্রুততম সময়ের মধ্যে একটি ত্রিদেশীয় চুক্তি হতে যাচ্ছে।’
স্থলবন্দর পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভুটানের বাণিজ্য মন্ত্রণালয়ের কমিশনার কেনচো থিনলে, বাংলাদেশ কাস্টমসের কমিশনার ওয়াহিদা চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।