হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: হাইকোর্টে জামিন নিতে গিয়ে কারাগারে ৪ আসামি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

আসামি চার যুবক। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি চার যুবক হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তবে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার হাইকোর্টে সশরীর উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে ওই আসামিরা আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক ওই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন ইসলামপুর পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মাহিন রহমান জুবাই (১৮), বাবু (২৮), রাকিব (২০) ও ভেঙ্গুড়া সরদার বাড়ি মোড় এলাকার মাহফুজ (২০)।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ওই কিশোরীকে (১৫) বাগানে নিয়ে ধর্ষণ করেন চার যুবক। ওই ঘটনার তিন দিন পর ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা, ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ আজ বুধবার বলেন, ‘গতকাল মামলার এজাহারভুক্ত চার আসামি সশরীর উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন নিতে হাইকোর্টে আবেদন করে। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আগাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা ওই চার আসামিকে রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করলে তাঁরা কারাগারে পাঠান। আমরা আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০