হোম > সারা দেশ > জামালপুর

গাছে বেঁধে ৪ স্কুলছাত্রকে নির্যাতন, কৃষকলীগ নেতা ও তাঁর ভাই আটক

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে চার স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তাঁর সহোদর শেখ মোতালেবকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ মে) দুপুরে শহরের পৌর এলাকার বর্গাবাইদে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টায় বর্গাবাইদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের নিয়ে পাশের এলাকা মনিরাজপুর খেজুরতলা মাঠে ফুটবল খেলতে যায়। পথে পৌর আওয়ামী কৃষক লীগের সহসভাপতি শেখ রুকনের ছেলে বুলবুল তার ৫ / ৬ জন বন্ধুদের নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন। 

এরপর ভুক্তভোগী ওই ছাত্র তার বন্ধুদের নিয়ে আজাদ সরকারি বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায়। তারা ফুটবল খেলার সময় শেখ রুকনের ভাই শেখ মোতালেবের নেতৃত্বে ৭ / ৮ জন গিয়ে ওই স্কুলছাত্রসহ তার সহপাঠীদের নিয়ে অটোরিকশায় তুলে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। 

খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রদের অভিভাবকেরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা ও মারধর করে। পরে ৯৯৯ এ কল দিলে জামালপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার ছাত্রকে উদ্ধার করে। এ সময় নির্যাতনের অভিযোগে পৌর কৃষক লীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন এবং তার সহোদর শেখ মোতালেবকে আটক করেছে। 

জামালপুর জেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘শিশুদের গাছের বেঁধে যে অমানবিক নির্যাতন বেদম মারধর করা হয়েছে, আমাদের শিশু আইন এবং শিশু রক্ষা নীতিমালা এবং জাতি সংঘের শিশু অধিকার সনদের পরিপন্থী। এটা শাস্তিযোগ্য অপরাধ। যে ঘটনাটি ঘটিয়েছে এটা কেউ প্রত্যাশা করছি না। আমরা এই ঘটনার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার চাই।’ 
 
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ৯৯৯ লাইনের মাধ্যমে বর্গাবাদ এলাকায় চারজন কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের খরর পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে নিয়ে আসি। দুজনকে আটক করা হয়েছে। নির্যাতিতদের পক্ষে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ