হোম > সারা দেশ > শেরপুর

নিখোঁজের এক দিন পর ধানখেতে মিলল অটোরিকশাচালকের লাশ

শেরপুর প্রতিনিধি

ঘটনাস্থলে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে রাস্তার পাশে একটি ধানখেত থেকে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল লতিফ (৪৫) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশার চালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে তাঁর গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশে একটি ধানখেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা-পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে আব্দুল লতিফের ছেলে মনিরুজ্জামানসহ স্বজনেরা গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক