জামালপুরের ইসলামপুর উপজেলায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাজু আহমেদ (৩১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাজু ওই গ্রামের ইজ্জত শেখের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় বাজারে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করতেন।
চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষক রাজু মারা গেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, নিজের সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই কৃষক রাজু আহমেদ মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।