শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির আক্রমণে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি নামের (৫৫) এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বোরো ধানখেত পাহারা দেওয়ার সময় উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, অন্যান্য রাতের মতো গতকাল বৃহস্পতিবার রাতেও বোরো ধানখেত পাহারা দিচ্ছিলেন কৃষকেরা। তবে ওমর মিস্ত্রি একাই পাহাড়ের ভেতরে ধানখেতে অবস্থান করছিলেন। এ অবস্থায় রাত সাড়ে ৮টা-৯টার দিকে একদল বন্য হাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে ওমর মিস্ত্রির ওপর আক্রমণ চালায়। তাতে শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।