হোম > সারা দেশ > জামালপুর

হত্যা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষক আলম সেকের হত্যা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিহত ব্যক্তির স্ত্রী ও বাদী মোছা. বেদেনা বেওয়া মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ৭ জানুয়ারি তাঁর স্বামীকে বিষ মিশ্রিত পাউরুটি খাইয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত করে রিপোর্টে পাউরুটিতে বিষ পাওয়া গিয়েছে। এরপর আসামিদের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার দীর্ঘদিন পর গত শনিবার (১৭ ডিসেম্বর) শনিবারে দুপুর ১২টা সময় তাঁর বাসায় এসে ছেলে ও মেয়ের সামনে আসামি সাবেক কাউন্সিলর মো. ফরিদ, নূরুল, মো. ফজলু আসামি ছোরহাবের চাচাতো ভাই মনোহার তাঁদের হুমকি দিয়েছেন।

আগামী ১৫ দিনের মধ্যে মামলা তুলে না নিলে তাঁর স্বামীকে যেভাবে খুন করেছে তাঁদেরকে একই ভাবে খুন করার হুমকি দেন তাঁরা। 

বেদেনা বেওয়া বলেন, ‘আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রকাশ্য আমার পরিবারের সদস্যদের ও আমাকে হত্যার হুমকি দিচ্ছে। কয়েক বছর ধরে বাড়ি ছাড়া অন্যের বাড়িতে ভাড়া থাকি। তবুও তাঁরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। ঘরে ছেলে-মেয়ে নিয়ে থাকি। প্রতিদিন ভয়ে ভয়ে থাকতে হচ্ছে।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার আসামি নূরল বলেন, ‘আমরা তো এমনিতেই বিপদে আছি। কি জন্য তাদেরকে হত্যার হুমকি দেব। আমরা তাদেরকে হুমকি দেয় নাই। এক-দেড় মাস আগে আমাদের কোর্টে হাজিরা ছিল।’ 

জিডির বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘জিডি হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।’ 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ