হোম > সারা দেশ > শেরপুর

নকলায় যুবকের মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ১ নম্বর গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি নামাপাড়া গ্রাম থেকে সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে একটি মনোহারী দোকানের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সাদ্দাম একই গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং ১ সন্তানের পিতা।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদ্দাম নেশায় আসক্ত ছিলেন। তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসাও দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি আবার নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশা করার কারণে স্ত্রীর সঙ্গে সব সময় তাঁর ঝগড়াবিবাদ লেগেই থাকত। 

এ জন্য সাদ্দাম প্রায় রাতেই বাড়ির সামনের একটি মনোহারী দোকানে একাই রাত্রিযাপন করত।

শনিবার ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন সাদ্দামকে ডাকতে দোকানে যায়। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতর থেকে সিরিঞ্জ ও ইনজেকশনের খালি প্যাকেটসহ সাদ্দামের মরদেহ উদ্ধার করে করে থানায় নিয়ে যায়। 

ওসি (তদন্ত) ইসকান্দার হাবিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিমাত্রায় ড্রাগ গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে