হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ ৩ জন গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ তিনজনকে আটক করেছে সদর থানা–পুলিশ। গোপন সংবাদে ভিত্তিতে শহরের স্টেশন রোড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি পাসপোর্ট, এনআইডি কার্ডসহ চাবির রিং উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার হাট সাঘাটা উপজেলার বরতখালী গ্রামের বাসিন্দা জাকির হোসেন ইমন চৌধুরী (৪০), একই জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা সোহেল রানা (২২) এবং হবিগঞ্জ জেলার রাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সারফিন আহমেদ তানভির (২৫)।

ওসি মো. মুহব্বত কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শহরের স্টেশন রোডে আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে তিন পুলিশ অবস্থান করছেন। এতে সন্দেহ হলে আমরা তাদের আটক করি। পরে জিজ্ঞাসাবাদে প্রমাণ হয় তারা কোনো পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল না।

‘ভুয়া পুলিশ সেজে কোনো অপকর্ম করতে এখানে এসেছে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি পাসপোর্ট, এনআইডি কার্ডসহ চাবির রিং উদ্ধার করা হয়।’ 

তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের জামালপুরের আদালতে সোপর্দ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা