হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

জামালপুর প্রতিনিধি 

জামালপুর জেলা জজ আদালতের পিপির কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা। ছবি: আজকের পত্রিকা

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুজ্জামান গামার অপসারণ চেয়ে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আনিসুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের নেতারা তাঁর কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তাঁর সহকারীদের বের করে দেওয়া হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে আনিসুজ্জামানের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন আইনজীবীরা।

বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগে পিপি আনিসুজ্জামানকে বারবার পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এরপরও তিনি পদত্যাগ না করায় আজ তাঁর কার্যালয় কক্ষে তালা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি গোলাম নবী বলেন, আনিসুজ্জামান আইনজীবী ফোরামের বাইরে ব্যক্তিগত তদবিরে পিপি হয়েছেন। তিনি নানা দুর্নীতিতে জড়িত গেছেন। তিনি বিরোধী দলের নেতাদের মামলায় টাকা নিচ্ছেন। তাঁর ব্যবহারও আপত্তিজনক।

জানতে চাইলে পিপি আনিসুজ্জামান বলেন, ‘আমি সরকারি নিয়োগপ্রাপ্ত। আমার কোনো দুর্নীতি নাই, অনিয়ম নাই। থাকলে সরকার দেখবে। কিন্তু গোলাম নবী পিপি হতে চেয়েছিল, মোবারক অতিরিক্ত পিপি হতে চেয়েছিল। পারে নাই, তারাই এ কাজগুলো করছে। ওরা মব সৃষ্টিকারী, ওরা এভাবে আদালতকে কুক্ষিগত করতে চায়।’

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২