হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

জামালপুর প্রতিনিধি 

জামালপুর জেলা জজ আদালতের পিপির কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা। ছবি: আজকের পত্রিকা

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুজ্জামান গামার অপসারণ চেয়ে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আনিসুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের নেতারা তাঁর কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তাঁর সহকারীদের বের করে দেওয়া হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে আনিসুজ্জামানের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন আইনজীবীরা।

বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগে পিপি আনিসুজ্জামানকে বারবার পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এরপরও তিনি পদত্যাগ না করায় আজ তাঁর কার্যালয় কক্ষে তালা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি গোলাম নবী বলেন, আনিসুজ্জামান আইনজীবী ফোরামের বাইরে ব্যক্তিগত তদবিরে পিপি হয়েছেন। তিনি নানা দুর্নীতিতে জড়িত গেছেন। তিনি বিরোধী দলের নেতাদের মামলায় টাকা নিচ্ছেন। তাঁর ব্যবহারও আপত্তিজনক।

জানতে চাইলে পিপি আনিসুজ্জামান বলেন, ‘আমি সরকারি নিয়োগপ্রাপ্ত। আমার কোনো দুর্নীতি নাই, অনিয়ম নাই। থাকলে সরকার দেখবে। কিন্তু গোলাম নবী পিপি হতে চেয়েছিল, মোবারক অতিরিক্ত পিপি হতে চেয়েছিল। পারে নাই, তারাই এ কাজগুলো করছে। ওরা মব সৃষ্টিকারী, ওরা এভাবে আদালতকে কুক্ষিগত করতে চায়।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে