হোম > সারা দেশ > জামালপুর

চেয়ারম্যান পদে হেরে এবার মেম্বার পদপ্রার্থী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবার চেয়ারম্যান পদে পরাজয়ের পর এবার সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন মো. জবেদ আলী নামের এক সাবেক মেম্বার। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার চরপুটিমারী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর সঙ্গে ভোট যুদ্ধ নেমেছেন আরও ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শিষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন জবেদ আলী। বর্তমানে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় হেরে এখন মেম্বার পদপ্রার্থী হওয়ায় এলাকায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। 

এর আগে ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালে বিএনপির সমর্থনে তাঁর স্ত্রী সুফিয়া বেগম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবার মেম্বার পদ পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে পড়ছে। 

এ বিষয়ে জবেদ আলী বলেন, বিএনপির নেতারা আমার সঙ্গে বেইমানি করায় গত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হতে পারিনি। পরে আওয়ামী লীগে যোগদান করেছি। চেয়ারম্যান কিংবা মেম্বার পদে আমার কিছু আসে যায় না, বড় কথা হল জনসেবা করা। 

জবেদ আলী বলেন, এলাকাবাসীর অনুরোধে এবার মেম্বার পদে প্রার্থী হয়েছি। আশা করছি এলাকাবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার