হোম > সারা দেশ > জামালপুর

চেয়ারম্যান পদে হেরে এবার মেম্বার পদপ্রার্থী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবার চেয়ারম্যান পদে পরাজয়ের পর এবার সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন মো. জবেদ আলী নামের এক সাবেক মেম্বার। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার চরপুটিমারী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে টিউবওয়েল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর সঙ্গে ভোট যুদ্ধ নেমেছেন আরও ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শিষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন জবেদ আলী। বর্তমানে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন তিনি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় হেরে এখন মেম্বার পদপ্রার্থী হওয়ায় এলাকায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। 

এর আগে ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালে বিএনপির সমর্থনে তাঁর স্ত্রী সুফিয়া বেগম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবার মেম্বার পদ পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে পড়ছে। 

এ বিষয়ে জবেদ আলী বলেন, বিএনপির নেতারা আমার সঙ্গে বেইমানি করায় গত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হতে পারিনি। পরে আওয়ামী লীগে যোগদান করেছি। চেয়ারম্যান কিংবা মেম্বার পদে আমার কিছু আসে যায় না, বড় কথা হল জনসেবা করা। 

জবেদ আলী বলেন, এলাকাবাসীর অনুরোধে এবার মেম্বার পদে প্রার্থী হয়েছি। আশা করছি এলাকাবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করবেন। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে