শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা ছয় বস্তা থান কাপড়সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার মায়াঘাসি এলাকায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কোরবান আলী (৫৫)। তিনি মায়াঘাসি গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল মধ্যরাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকায় অভিযান চালায়। এ সময় কোরবান আলীর ঘরে তল্লাশি করে ভারত থেকে চোরাই পথে আনা ছয় বস্তা থান কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২৮ হাজার টাকা। এ সময় কোরবান আলীকে আট করা হয়। পরে এ ঘটনায় থানায় কোরবান আলীসহ দুই ব্যক্তিকে বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে গ্রেপ্তার দেখানো হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, ভারত থেকে চোরাই পথে কাপড় আনার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও এক ব্যক্ত পলাতক রয়েছেন। পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত আছে।