হোম > সারা দেশ > জামালপুর

চুরির অপবাদ দেওয়ায় গৃহপরিচারিকার আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদ দেওয়ায় এক গৃহপরিচারিকা (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার রাতে উপজেলা পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর উপজেলার ময়নাল মিয়ার মেয়ে ছোটবেলা থেকেই নানার বাড়িতে বাস করে আসছিল। নানার আর্থিক অবস্থা অসচ্ছল থাকায় পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। এ কারণে নাতিকে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার বাদাই গ্রামের চাকরিজীবী দম্পতি মিনহাজ-রত্নার বাসায় গৃহপরিচারিকার কাজে দেয় নানা। সে তিন মাস ধরে ওই বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিল। কাজের কোনোরূপ ত্রুটি পেলেই ওই পরিবার তার ওপর শারীরিক নির্যাতন চালাত। গত বৃহস্পতিবার তাকে টাকা চুরির অপবাদ দিয়ে ফের শারীরিক নির্যাতন করে ওই পরিবার। নির্যাতনে ওই কিশোরী পালিয়ে নানার বাড়িতে চলে আসে। 

পরদিন গৃহকর্তা মিনহাজ ও রত্না নানার বাড়ি এসে তাকে নানান ভয়ভীতি দেখিয়ে যান। সেখানে তাকে চোর বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। চুরির অপবাদ সহ্য করতে না পেরে গত রোববার বিকেলে নানার বাড়ির বসত ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে পাঠায় পুলিশ। 

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল লতিফ বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। 

এ ব্যাপারে পিংনা ইউপি চেয়ারম্যান চিকিৎসক আলহাজ নজরুল ইসলাম বিষয়টি শুনেছেন বলে জানান। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে