হোম > সারা দেশ > শেরপুর

ডোবায় দরজির গলাকাটা লাশ, মুখ-গলায় আঘাতের চিহ্ন

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত পুলিশ চারজনকে আটক করেছে। তাঁদের মধ্যে নিহতের তিন ভাতিজা রয়েছেন।

নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৬৩)। তিনি স্থানীয় ফছির উদ্দিন মেম্বারের ছেলে। তাঁর চার সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নকলা পৌরশহরে একটি ভাড়ার দোকানে দরজির কাজ করতেন।

গতকাল রাতে আটক ব্যক্তিরা হলেন—আইয়ুব আলীর ভাই ছমেদ আলীর ছেলে মুকুল মিয়া (৪৫), মহসিন হাসান (২৩) ও জিহান হাসান (২০)।

আজ শুক্রবার সকালে আটক করা হয় সেতু রবিদাস (২৩) নামে আইয়ুব আলীর এক ঘনিষ্ঠ সহচরকে। সেতু স্থানীয় রামলাল রবিদাস ওরফে আবুয়া রবিদাসের ছেলে। সেতু আইয়ুব আলীর প্রতিবেশী হলেও বেশ কিছুদিন ধরে তিনি পরিবার পরিজন নিয়ে নকলা পৌরসভার বাদাগৈড় মহল্লায় বাস করেন।

আইয়ুব আলী ছেলে কলেজশিক্ষার্থী রাজন আহমেদ (১৯) জানায়, আইয়ুব আলী ও ছমেদ আলীর বোন নুরজাহান বেগমের বিয়ে হয়েছিল উরফা ইউনিয়নের লয়খা গ্রামের মির্জা কাসেমের সঙ্গে। দীর্ঘদিন ধরে তাঁরা ঢাকায় বাস করেন। সেখানেই বার্ধক্যজনিত রোগে মারা যান নুর জাহান। পরবর্তী নুরজাহানের রেখে যাওয়া জমিজমা বিক্রির উদ্যোগ নেন মির্জা কাসেম ও তাঁর সন্তানেরা।

সেই জমি ক্রয় করা নিয়ে বিরোধ তৈরি হয় আইয়ুব আলী ও ছমেদ আলীর পরিবারের মধ্যে। সেই জেরে তাঁর বাবাকে হত্যা করা হতে পারে।

রাজন আহমেদ আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আইয়ুব আলী দরজির কাজ শেষ করে নকলা পৌরশহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গভীর রাত অবধি আইয়ুর আলী বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে শুরু করেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছাকাছি একটি পরিত্যক্ত ডোবায় আইয়ুব আলীর মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আইয়ুব আলীর তিন ভাতিজা ও তাঁর এক ঘনিষ্ঠ সহচরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা