হোম > সারা দেশ > শেরপুর

দাঁড়ানো ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ 

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার কায়দা মহল্লার পাগলী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী মিয়া (২০) উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মুছারচর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওয়াসিম মিয়া (২০) একই গ্রামের ওমর ফারুকের ছেলে। তাঁরা দুজনই স্থানীয় সরকারি হাজী জালমামুদ ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাব্বী তাঁর বন্ধু ওয়াসিমকে সঙ্গে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাগলী মার্কেটের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে দুজনই ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন। 

ওয়াসিমকে গুরুতর অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ বুধবার সকালে তিনিও মারা যান। 

এ বিষয়ে নকলা থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার পাল বলেন, মামলা করতে রাজি না হওয়ায় রাব্বীর বাবা আব্দুর রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটকের জন্য পুলিশি অভিযান চলছে। 

উপপরিদর্শক আরও বলেন, নিহত ওয়াসিমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার