হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখা সীমান্তে ৪ রোহিঙ্গাসহ আটক ৫    

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। আজ রোববার ভোরে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজ (২৩)। 

পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের মধ্যে চারজনকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে আদালতে সোপর্দ করা হবে। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা-বাগানের চৌমুহনায় রোববার ভোরে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাঁদের আটক করে থানায় জানান। খবর পেয়ে শাহবাজপুর তদন্তকেন্দ্রের পুলিশ গিয়ে তাঁদের আটক করে। 

শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে চার রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেন স্থানীয়রা। তাঁরা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন। 

এর আগে গত ২৪ আগস্ট কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে আটক করা হয়। 

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা