হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জের চুরি হওয়া অটোরিকশা ২৪ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার চুরি হওয়া অটোরিকশা সিলেটের দক্ষিণ সুরমা থানা-পুলিশের সহায়তায় শমশেরনগর ফাঁড়ি পুলিশ সিলেট থানার বদিকোনা প্রগতি উচ্চবিদ্যালয়ের নির্জন স্থান থেকে উদ্ধার করে।

গ্রেপ্তার দুজন হলেন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মো. রনি মিয়া (২৬) ও রাজনগর উপজেলার আব্দুল হামিদ (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার শমশেরনগর মাছ বাজারের সকালে রাস্তার পাশে চালক ইব্রাহীম মিয়া অটোরিকশা রেখে গাড়ি ভাড়া আদায় করার জন্য বাজারের ভেতরে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন অটোরিকশা নেই। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় চালক গাড়ির মালিককে জানান। পরে চালক ও অটোরিকশার মালিক শমশেরনগর পুলিশ ফাঁড়িকে জানান। পরে সন্ধান না পেয়ে গাড়ির মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। পরে অটোরিকশাটি উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, গতকাল বুধবার বিকেলে চোর চক্রের সদস্য রনি মিয়া মৌলভীবাজার আদালত দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা