হোম > সারা দেশ > মৌলভীবাজার

বিপন্ন বনছাগলটি কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবমুক্ত

সিলেট বন বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের অধীন শক্তিয়ারখলা বিটের ঢুলারা বিজিবি ক্যাম্প এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির বনছাগলটি অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার রাতে কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে এটি অবমুক্ত করা হয়।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার বিরল প্রজাতির এই বনছাগলটি উদ্ধার করা হয়।

রেড সেরো প্রজাতির বনছাগলটি লম্বায় ৪ ফুট, উচ্চতায় ৩.৫ ফুট। স্থানীয়দের সহযোগিতায় গত মঙ্গলবার এটি উদ্ধার করে বন বিভাগ। পরে রাতেই ছাগলটি সিলেট বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়। পরে গতকাল রাতে এটি কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘প্রাণীটাকে আমরা অনেক খাবার দিয়েছিলাম। কিন্তু সে পানি ছাড়া অন্য কিছু খায়নি। এ জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে বনে অবমুক্ত করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার হওয়া বনছাগলটি গতকাল রাতে কমলগঞ্জের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে ছেড়ে দেওয়া হয়েছে।

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল