হোম > সারা দেশ > মৌলভীবাজার

লাউয়াছড়ায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় রেললাইনের পাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া বনের রেললাইনের লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। তিনি বলেন, লাউয়াছড়া বনে ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য হাসপাতালে গেছে।

জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাম্য দে (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের একমাত্র সন্তান। সে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, সিলেট-চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেল স্টেশনে বিকল হয়ে পড়ে। আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাওরে অতিথি পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১