হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি

গাছ পড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ পড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়। সকালে বৃষ্টির কারণে একটি বড় গাছ সড়কে পড়ে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে অটোরিকশাচালক কবির হোসেন বলেন, ‘সকালে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ যাচ্ছিলাম। সড়কে গাছ পড়ার কারণে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। লাউয়াছড়ায় সড়কে অনেক গাছ এখনো ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কখন কার ওপরে এগুলো পড়ে ঠিক নাই। এসব বিষয় দেখা জরুরি।’

কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৮টার দিকে খবর পাই লাউয়াছড়া সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। পরে দ্রুত আমরা সেখানে পৌঁছাই। প্রায় ২ ঘণ্টা বৃষ্টিতে ভিজে আমরা রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।’

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে শ্রীমঙ্গলে তিনটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি