হোম > সারা দেশ > মৌলভীবাজার

সালিসে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে চোরাকারবারিদের পূর্ব বিরোধের জেরে জাবেল মিয়া (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন গুরুতর আহত হন। পরে এ ঘটনায় জাবেলের পিতা রহমত আলী ১২ জনের নাম উল্লেখ করে আজ রোববার দুপুরে থানায় মামলা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তাঁরা হলেন হামলাকারী সুমন মিয়া, আতিক মিয়া, আশাইদ মিয়া ও রকিব আলী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি জাবেল নিশ্চিন্তপুরের সুমন মিয়াকে তুচ্ছ ঘটনার কথা-কাটাকাটির একপর্যায়ে চড় মারেন। ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় এলাকায় সালিস বৈঠক হয়। জাবেলসহ অন্যরা ওই বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা সুমন মিয়ার নেতৃত্বে কয়েক ব্যক্তি কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় কুড়ালের আঘাতে ঘটনাস্থলে জাবেল মারা যান এবং তিনজন গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুলাউড়া থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, হামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা