হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশ ইন বিএসএফের

মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গল থানায় ১৯ জনকে আটক করে নিয়ে আসা হয়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ২৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে শ্রীমঙ্গল সীমান্ত থেকে ১৯ জন এবং কমলগঞ্জ সীমান্ত থেকে ছয়জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাত ৪টার দিকে ১৯ জনকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এদিকে কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করে বিজিবি।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ১৯ জন আশ্রয় নেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দেখে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ জনকে আটক করে থানায় নিয়ে আসে। কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করেছে বিজিবি। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করবে।

কমলগঞ্জে ধলই সীমান্ত এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজ কবির বলেন, ‘শুনেছি ধলই সীমান্ত দিয়ে বিএসএফ ছয়জনকে পুশ ইন করেছে। তাদের বিজিবি আটক করেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আজ ভোররাত ৪টার দিকে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাদের পুলিশ হেফাজতে আনা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা ভারতের মুম্বাই শহরসহ বিভিন্ন স্থানে কর্মরত ছিল। তাদের নাম-ঠিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে শ্রীমঙ্গলে তিনটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি