হোম > সারা দেশ > মৌলভীবাজার

২১ দিন ধরে নিখোঁজ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় গত ২১ দিন ধরে মোহাম্মদ আলী (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২০ নভেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে পাচ্ছেন না। এতে তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁরা। 

এ ঘটনায় ওই কিশোরের ভাই মো. ফারুক গত ২৪ নভেম্বর বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আলী দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামের আনছার আলীর ছেলে। সে কাশেমনগর স্থানীয় একটি কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে মোহাম্মদ আলী নিখোঁজ হয়। সে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাউকে কিছু বলেনি। তার পরিবারের সদস্যরা বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। 

আলীর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তার পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট ও গায়ে সাদা-কালো রঙের জ্যাকেট জিডিতে উল্লেখ করা হয়েছে। 

নিখোঁজ আলীর ভাই মো. ফারুক বলেন, আমরা ভাই কওমী মাদ্রাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মাসখানেক আগে লেখা-পরা বাদ দিয়েছে। সব সময় বাড়িতে থাকত সে। বাড়ি থেকে যাওয়ার সময় কাউকে কিছু বলেনি। কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই। অনেক জায়গায় খুঁজেছি। কিন্তু তাকে পাচ্ছি না। 

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, নিখোঁজের বিষয়ে আমরা বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো