হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তাঁরা সবাই শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানের শ্রমিকের সন্তান। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হরিণছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, যে চারজনকে রাতে নিয়ে আসা হয়েছিল, তাঁরা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহত একজনের পরিবারের সদস্যরা জানান, তাঁদের মধ্যে একজনের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে এক তরুণ তা তুলতে নামেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন ট্যাংকে নামেন এবং সবাই অচেতন হয়ে পড়েন। আরও একজন পরে নামলে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, গতকাল রাতে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মৃত আনা হয়েছে। আর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) বলেন, বুধবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চারজন মারা গেছেন বলে শুনেছি।

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ দাবি: রাজনগরে দুজন ভুয়া সাংবাদিক আটক

বনের টিলা কেটে ভবন নির্মাণ

দীর্ঘ ১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের বিডিআর সিপাহি প্রবীর সিংহ

বাঁধের জমি লিজ দিয়ে বিপাকে পাউবো

খাবার সংকটে বুনো শূকরের হানা, ফসল রক্ষায় রাত জাগছেন কৃষকেরা

লাউয়াছড়া বনে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথ: রেলের জমিতে ঘর-খামার, উচ্ছেদের পর ফের দখল

প্রভিডেন্ট ফান্ডের বকেয়া পরিশোধের দাবিতে শ্রীমঙ্গলে তিনটি চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি