হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় নিখোঁজের ২ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর জরি মিয়া (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের ইটাছড়া খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ওষুধ আনতে স্থানীয় বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। দুই দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় ইটাছড়া খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম আজকের পত্রিকাকে বলেন, জরি মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিখোঁজের দুই দিন পর একটি ছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা