হোম > সারা দেশ > মৌলভীবাজার

হাওরে নৌকাডুবিতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা অংশে নৌকাডুবিতে নিখোঁজ তানিম সিদ্দিকী (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হোন তিনি। ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

জানা যায়, নিহত তানিম বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে তানিমসহ ৮ জন বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ৭ জন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তানিমের স্বজনেরা ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় তাঁর মরদেহ খুঁজে পান।

এ বিষয়ে তানিমের সঙ্গে থাকা সাহেদ সিদ্দিকী জানান, দাওয়াত খেয়ে শাহমীর থেকে হাকালুকি হয়ে ফেরার পথে আচমকাই নৌকাটি ডুবে যায়। পরে ৭ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তানিমকে কোথাও খুঁজে পাইনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা