সিএনজিতে গ্যাস ভরতে গিয়ে মাইক্রোবাস চাপায় নিহত হন চালক শাহীন মিয়া (৩৫)। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া উপজেলার ভুনবীর ইউনিয়নের বাদে আলিশা গ্রামের আদর মিয়ার ছেলে।
জানা যায়, আজ মঙ্গলবার ভোর ৪টায় নিজের সিএনজি অটোরিকশা নিয়ে গ্যাস ভরতে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি ফিলিং স্টেশনে যান শাহীন মিয়া। গ্যাস পাম্পে প্রবেশের সময় শ্রীমঙ্গল থেকে ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের চাপায় তাঁর সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন শাহীন।
এ বিষয়ে অনেকে অভিযোগ করে বলেন, মৌলভীবাজারে প্রয়োজনের তুলনায় ১০ গুণ বেশি সিএনজির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনবিহীন চলছে আরও কয়েক হাজার সিএনজি। তাই সিএনজি চালকদের আগের মতো আয় হয় না। অপরদিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ রেখেছেন সরকার। ফলে দীর্ঘ লাইন ধরে পাম্প থেকে গ্যাস নিতে হয়।
স্থানীয় ভুনবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, সিএনজি চালিয়ে শাহীন তাঁর মা, বাবা, স্ত্রী ও ৩ সন্তানের সংসার চালাত। এখন এই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।
শ্রীমঙ্গল সাঁতগাও হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি পাম্পে প্রবেশের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।