হোম > সারা দেশ > মৌলভীবাজার

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৌলভীবাজারে দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে। আজ রোববার (১৮ মে) মৌলভীবাজার জেলায় ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন দুদকের কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজে দুর্নীতি যত কমবে, দুদকের প্রয়োজনীয়তা কমবে। বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুষ প্রদান করে থাকি, সেটা বন্ধ করতে হবে। মৌলভীবাজারকে ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা-সেবাগ্রহীতাকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ ভবিষ্যতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে প্রত্যাশার কথা জানান দুদক চেয়ারম্যান।

বিশেষ অতিথির বক্তব্যে দুদকের কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে, এ যুদ্ধে জয়লাভ দুদকের একার পক্ষে সম্ভব নয়, এ দেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়। সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুষ দেবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।’

গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানে নেওয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। এ ছাড়া অন্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেওয়া হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ: ভাগ্য বদলায়নি, কষ্টে দিন পার চা-শ্রমিকের

শ্রীমঙ্গলে হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়