হোম > সারা দেশ > মৌলভীবাজার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ তরুণের মৃত্যু

প্রতিনিধি

কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একই দিনে পৃথক স্থানে দুই বিদ্যুৎস্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে কর্মধা ইউনিয়নের হাসিমপুরে নলকূপ স্থাপনকালে পানির মোটরের সুইচ দিতে গিয়ে জুনেদ মিয়ার (১৮) মৃত্যু হয়। একই দিন বিকেলে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে রুহেল আহমদের (১৭) মৃত্যু হয়।

কুলাউড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জুনেদ নলকূপে পানি উত্তোলন হচ্ছে কি না, তা পরীক্ষার জন্য মোটরের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার আবুল মিয়ার ছেলে।

অন্যদিকে রুহেল বাংলাদেশ পল্লী বিদ্যুতের সাবস্টেশনের পাশের একটি খুঁটিতে ওঠেন। খুঁটিতে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা ছিল। খুঁটির ওপর থেকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রুহেল আহমদ ওই এলাকার এনায়েত উল্লাহর ছেলে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বিদ্যুৎস্পৃষ্টে দুই তরুণের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, জুনেদের লাশ আইন অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিনয় ভূষণ রায় আরও বলেন, ‘পৃথিমপাশার রবিরবাজারে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে রুহেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানতে পারে, পাখির বাসা ভাঙতে সে খুঁটিতে উঠেছিল। সেখানে সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে তার মৃত্যু হয়।’

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা