হোম > সারা দেশ > মৌলভীবাজার

বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে প্রাণ গেল মালেকের

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া তাজুল ইসলাম (২৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত তাজুল ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত কাল বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে কাজ শেষে মোটরসাইকেলে মালেক মিয়া ও তাজুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত নামা দুর্বৃত্তরা উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল (নিজগাঁও) ক্লিনিকের সামনে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত তাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়। 

নিহত আব্দুল মালেক উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ির কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। 

রাজনগর থানার এসআই পরিতোষ পাল আজকের পত্রিকাকে বলেন, `মৃতের মাথায়, বুকে, গালে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। বর্তমানে মরদেহ এবং মোটরসাইকেল থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।' 

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত