হোম > সারা দেশ > মৌলভীবাজার

নারী কনস্টেবলকে ধাক্কা মেরে থানা থেকে পালালেন আসামি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

নয়ন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পালিয়ে গিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে রেলস্টেশন থেকে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার নয়ন শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় পাঁচটি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলার পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর শহরে চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গতকাল দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানার এসআই কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা জানালে ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাঁকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর তাঁকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে তাঁকে আটক করা হয়।

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা