হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে গিয়ে মো. আব্দুল মানিক (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে। পিকআপ ভ্যানের চালকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ। 

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপ ভ্যানে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এ সময় ওই এলাকাই পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এসআই মাসুদ পারভেজ বলেন, ‘কাঠবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মৌলভীবাজারের কমলগঞ্জ: ভাগ্য বদলায়নি, কষ্টে দিন পার চা-শ্রমিকের

শ্রীমঙ্গলে হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়