হোম > সারা দেশ > মৌলভীবাজার

ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় সিগন্যাল অমান্য করায় দুই মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে ট্রাফিক পুলিশ। দ্রুত পালানোর সময় বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে মোটরসাইকেলটির। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেলটির চালক বোরহানের (২০)। সঙ্গে থাকা আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। নিহত যুবক বোরহান মৌলভীবাজার সদর উপজেলার জুগিডর এলাকার খসরু মিয়ার ছেলে। 

স্থানীয়রা বলছেন, শহরতলীর পৌর বাস টার্মিনাল এলাকায় সিগন্যাল অমান্য করে যেতে চাইলে তাঁদের ধাওয়া করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বোরহানের মৃত্যু হয়। সঙ্গে থাকা অন্য আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাস টার্মিনালের সামনে প্রায়ই ট্রাফিক সার্জেন্ট বসে থেকে নানা অজুহাতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের মামলার ভয় দেখিয়ে হয়রানি করে থাকেন। 

এ বিষয়ে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার বলেন, ‘পৌর বাস টার্মিনাল এলাকায় বাসের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সেখানে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত