হোম > সারা দেশ > মৌলভীবাজার

পারাবত এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৩ তদন্ত কমিটি

আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ২টি ও মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের করা দুটি কমিটিতে ৪ জন করে সদস্য রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে কমিটি দুটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অপরদিকে, মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে করা কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে মোট ৭ জন সদস্য রয়েছে। কমিটি আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

শমশেরনগর রেলস্টেশন সূত্রে জানা যায়, চলন্ত পারাবত ট্রেনে আগুন লাগার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারকে প্রধান, অপরটিতে পূর্বাঞ্চলীয় জোনের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রধান করা হয়েছে। ৪ সদস্যের এই কমিটি দুটিকে আগামী ৩ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। 

পূর্বাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, পারাবত ট্রেনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। 

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া স্টেশনের মধ্যবর্তী চাক কবিরাজি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। পরে কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। 

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার