হোম > সারা দেশ > মৌলভীবাজার

৪০ ঘণ্টা পর সীমান্তে নিহত যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রদীপ বৈদ্য। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত যুবক প্রদীপ বৈদ্যের লাশ ৪০ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার উপজেলার চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে বিএসএফ, বাংলাদেশ ইমিগ্রেশন ও বিজিবির কাছে লাশটি ফেরত দেয়। পরে নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার রাতে উপজেলার দত্তগ্রাম সীমান্তের ৫৭ নম্বর পিলারের কাছে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত হন। পরে বিএসএফ সদস্যরা লাশটি নিয়ে যান। নিহত প্রদীপ বৈদ্য ওই উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য পড়াশোনার পাশাপাশি কৃষিকাজ করতেন। খুবই দরিদ্র পরিবারের সন্তান। গত শনিবার তাঁকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়।

প্রদীপের বড় ভাই জয়ন্ত বৈদ্য বলেন, ‘জানি না আমার ভাইকে কোন কারণে বিএসএফ হত্যা করেছে। আমার ভাই কোনো দিন চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল না। আমরা লাশ পেয়েছি।’

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, থানা-পুলিশ, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত