হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ২ জন

মৌলভীবাজারের কমলগঞ্জে তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আজ রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে সাদা রঙের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গেলেই মাইক্রোবাসটির সঙ্গে এই ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের জমিতে গিয়ে পড়ে। এতে মাইক্রোবাসে থাকা দুজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ। তাই দুই দিকে পাকা খুটিও স্থাপন করা আছে। কিন্তু পাকা খুঁটিগুলো কিছুটা কাত করে অবৈধভাবে ছোট যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।’

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত