হোম > সারা দেশ > মৌলভীবাজার

সরস্বতীপূজা: কমলগঞ্জে প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা

মৌলভীবাজারের কমলগঞ্জে সরস্বতীপূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। শিল্পীরা প্রতিমার গায়ে রংতুলির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী বৃহস্পতিবার বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

আজ মঙ্গলবার সকালে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরস্বতীপূজাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটির কাজ শেষে রং দেওয়া এবং প্রতিমায় পোশাক ও অলংকার পরিয়ে দৃষ্টিনন্দনের কাজ চলছে। 

উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলারপাড় গ্রামের প্রতিমাশিল্পী বিলাস কুমার সিংহ জানান, তিনি সরস্বতীপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করছেন। প্রতিটি প্রতিমা ১ হাজার ৫০০ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন।

কুমার সিংহের প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করার সময় তাঁর মেয়ে অনুরাধা সিংহা বলেন, ‘প্রতিমা তৈরি করা আমাদের ঐতিহ্য। সময় পেলে আমি বাবার কাজে সহযোগিতা করি।’ 

উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপক পাল বলেন, সনাতন ধর্মের শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন। 

কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দিবা চক্রবর্তী জানায়, সে প্রতিবছর দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করে। এবারও বিদ্যালাভ ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবে সে। 

কমলগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, ‘কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বাসাবাড়িতে সরস্বতীপূজা উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা সম্পন্ন হবে।’ 

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা