হোম > সারা দেশ > মৌলভীবাজার

লাউয়াছড়ায় ‘জবাইয়ের পর বস্তাবন্দী হরিণ’ মিলল ট্রেনের ইঞ্জিন রুমে

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের ধাক্কায় আহত হরিণকে জবাই করেছেন একদল যাত্রী। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বন বিভাগের পক্ষ থেকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত বুধবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমে বস্তাবন্দী অবস্থায় জবাই করা হরিণটিকে জব্দ করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। তবে হরিণ জবাইকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকাগামী কালনী ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এক পর্যায়ে বেশ কয়েকজনকে একটি হরিণের চার পা ধরে উল্টো করে ট্রেনে উঠাতে দেখা যায় । 

আতিকুর রহমান শিবলু নামের ওই ট্রেনের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া বনাঞ্চলে হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। মিনিট ছয়েক বন্ধ ছিল ট্রেনটি। একটু পরে দেখা যায়, একটি হরিণ জবাই করে কয়েকজন ট্রেনের দিকে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, ‘লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হরিণকে জবাই করার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করেছি।’ 

লাউয়াছড়ায় ট্রেন থামার বিষয়ে শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।’ 

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আহত হরিণকে জবাই করার ঘটনায় আমরা রেলওয়ে পুলিশের কাছে জিডি করেছি। যাঁরা হরিণ জবাই করেছেন তাঁদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত