হোম > সারা দেশ > সিলেট

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই অভিযোগে ভুক্তভোগী কিশোরীর বাবাকে (৫০) গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার কিশোরীর নানির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। 

ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা গৃহকর্মী হিসেবে প্রবাসে থাকেন। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক। 

ওসি আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্ত্রী ও ভুক্তভোগীর মা দেড় মাস আগে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। গ্রেপ্তার ব্যক্তি তাঁর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। ভুক্তভোগীর ছোট বোনের বয়স ৭ বছর ছোট ভাইয়ের ৫ বছর। গত শনিবার ঈদের রাতে নিজ মেয়েকে ঘরের ভেতর ধর্ষণ করেন ওই ব্যক্তি। পরে বিষয়টি যেন কেউ জানতে না পারে সে জন্য ওই মেয়েকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন। গতকাল সোমবার ভুক্তভোগী ওই কিশোরী ঘর থেকে পালিয়ে তার নানাবাড়িতে চলে যায়। সেখানে তার নানিকে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী কিশোরী। পরে ভুক্তভোগীর নানি তাৎক্ষণিক বিষয়টি কুলাউড়া থানার পুলিশকে জানান এবং কিশোরীর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ সোমবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ: ভাগ্য বদলায়নি, কষ্টে দিন পার চা-শ্রমিকের

শ্রীমঙ্গলে হিটার মেশিন বিস্ফোরণে নিহত ১

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়