জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় মৌলভীবাজারের তিন উপজেলার ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাসা-বাড়ির গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ সংকট দেখা দেওয়ায় এ সমস্যায় পড়েছেন সদর উপজেলা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের গ্রাহকেরা।
জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্যমতে, জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় সমস্যা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কাজ চলছে। দুপুর ২টার মধ্যে গ্যাস সরবরাহের এই সমস্যা সমাধান হবে।