হোম > সারা দেশ > মৌলভীবাজার

অবশেষে স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ট্রেনের বগি ও ইঞ্জিন তোলার কাজ শুরু হয় এবং দুপুর ১টার পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের কুলাউড়া সেকশনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তৌফিকুল আজিম।

এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হওয়া ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন লাইনে ওঠানোর জন্য আবারও সাত ঘণ্টা সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

তারও আগে গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেললাইন থেকে উঠিয়ে পাশে রাখলে প্রায় ১৫ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

সাময়িক সময়ের জন্য রেলযোগাযোগ বন্ধ ছিল নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘সকাল থেকে দীর্ঘ সময় আন্তনগর কালনী ট্রেন দাঁড়িয়ে ছিল শমশেরনগর স্টেশনে। এতে চরম বিরক্তি প্রকাশ করেন যাত্রীরা।’

আজ রোববার স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন উদ্ধারের জন্য কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। উদ্ধারকৃত বগি ও ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।’

আরও পড়ুন:

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা