হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশ ইন করল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।

এর আগে গত ৬ ও ৭ মে জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশইন করে বিএসএফ। ওই সময় বিজিবি ৭৪ জনকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। এরপর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও বিজিবির নজর এড়িয়ে আজ ফের ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের ভাষ্য, সীমান্তের ওপারে আরও অনেক বাংলাদেশিকে আটক রেখেছে বিএসএফ, যাঁদেরও পুশইনের প্রস্তুতি চলছে।

এ নিয়ে চলতি মাসে মৌলভীবাজার সীমান্ত দিয়ে বিজিবি ১১৮ জন বাংলাদেশিকে আটক করল।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাঁদের আটক করে। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক।’

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা বাংলাদেশি। তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

মৌলভীবাজারের শেরপুরে বসেছে শতবর্ষী মাছের মেলা

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা