হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় অটোরিকশা চালক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়ায় কোরবানি ঈদের দিন সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া (২২) হত্যা মামলায় অভিযুক্ত ছিদ্দেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) গাজীপুর জেলার কাপাসিয়া এলাকায় থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ছিদ্দেক মিয়া (১৯) উপজেলার মনছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের পুত্র। 

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছিদ্দেকের অবস্থান শনাক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর। পরে অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস কাপাসিয়া থানা-পুলিশের সহায়তায় ছিদ্দেককে গ্রেপ্তার করেন। 

এর আগে গত ২১ জুলাই বিকেল ৩টার দিকে কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তি এলাকায় সুমন মিয়া (২২) নামে এক তরুণ চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মারা যান। হত্যা মামলায় প্রধান অভিযুক্ত একই এলাকার আব্দুল মালিকের পুত্র আনফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, সুমন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আনফরকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। ২য় অভিযুক্ত ছিদ্দেক পলাতক ছিল। বুধবার গাজীপুরের কাপাসিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা