হোম > সারা দেশ > মৌলভীবাজার

দুই বাংলাদেশিকে পিটিয়ে সীমান্তে ফেলে গেছে বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

অনুপ্রবেশের দায়ে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশিকে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ফেলে গেছে বিএসএফ। আজ সোমবার ভোরে উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তাঁদের।

ওই দুই বাংলাদেশির মধ্যে জাহাঙ্গীর আলমের (২৪) বাড়ি খুলনার রূপসী থানার নতুন বাজার এলাকায়, অপরজন হৃদয় শেখ (২৪) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী দুজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২১ জুলাই জাহাঙ্গীর আলম ও হৃদয় শেখ খাগড়াছড়ির রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ট্রেনে আগরতলা যাওয়ার পথে টিকিট না থাকায় কাঞ্চন কর্নার নামক স্টেশনে নামিয়ে বাংলাদেশি জেনে গণপিটুনি দেওয়া হয়। তারপর স্থানীয় থানায় হস্তান্তর করা হয় তাঁদের। সেখানে দুই রাত রেখে আরেক দফা পিটুনির পর গতকাল রোববার বিএসএফের কাছে হস্তান্তর করে পুলিশ।

বিএসএফ তাঁদের ক্যাম্পে আটকে রেখে তৃতীয় দফা পিটুনির পর আজ সোমবার ভোরে মৌলভীবাজারের জুড়ীর লাঠিটিলা সীমান্তের ১৮০০ থেকে ১৮০১ নম্বর পিলার দাগ নালাপুঞ্জি নামক গেট দিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। আজ সোমবার ভোরে লাঠিটিলা কচুরগুল এলাকার লোকজন তাঁদের দেখে স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে তাঁদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

লাঠিটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গাউস ঘটনার সত্যতা স্বীকার করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিজিবির অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তাঁদের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে।

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত