হোম > সারা দেশ > মৌলভীবাজার

লাউয়াছড়া বন থেকে চুরি হচ্ছে মূল্যবান আগরগাছ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে চুরি যাওয়া আগরগাছ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, অসাধু বনকর্মীদের যোগসাজশে চোর চক্র গাছ কেটে নিচ্ছে। গত এক সপ্তাহে তিনটি গাছ চুরির ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি লাউয়াছড়া বনের প্রধান ফটকের সামনে থেকে প্রায় ৫০ বছরের পুরোনো একটি বিশাল আগরগাছের আগা কেটে নিয়েছে চোর চক্র। প্রায় ১৫০ ফুট উচ্চতার গাছটির বাজারমূল্য লক্ষাধিক টাকার ওপরে হবে। এ ছাড়া বনের স্টুডেন্ট ডরমিটরি ও লাউয়াছড়া পুঞ্জিসংলগ্ন স্থান থেকে আরও দুটি বিশাল গাছ কেটে নিয়েছে চোরচক্র।

স্থানীয় বাসিন্দারা জানান, বন থেকে বনকর্মীদের সহযোগিতায় নিয়মিত গাছ চুরি হচ্ছিল। এখন আগরগাছ কেটে নেওয়া হচ্ছে। বনকর্মীদের টহল থাকা অবস্থায় জীবন্ত গাছ কেটে নেওয়ায় জনমনে নানা প্রশ্ন উঠেছে।

আগরগাছ চুরির সত্যতা নিশ্চিত করেছেন লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত করছি। তদন্ত শেষে জানা যাবে কীভাবে গাছ চুরি হয়েছে।’

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনার সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকলে শিগগিরই তাঁকে অপসারণ করা হবে। বন বিভাগ সব সময়ই সংরক্ষিত বনের গাছ চুরি প্রতিরোধে তৎপর। আগরগাছ চুরি ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত