হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় তীব্র গরমে বেঁকে যায় রেললাইন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে যায়।

আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার রাৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লংলা এলাকায় একটি জায়গায় আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পড়ে। পরে রেলকর্মীরা পানিসহ অন্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠান্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৫টার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন পাহাড়িকা ট্রেনের যাত্রীরা। চালক দক্ষতার সঙ্গে ট্রেন থামিয়ে নিচে নামেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেললাইন সচল করা হয়।

মৌলভীবাজারে তীব্র গরমে বেঁকে যাওয়া রেললাইন মেরামত। ছবি: সংগৃহীত

কুলাউড়া লংলা সেকশনের রেলকর্মী কামরুল ইসলাম ও সেবুল আহমদ বলেন, তীব্র গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে বেঁকে যায় প্রায় ৩০ ফুট রেললাইন। রেলকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জমি থেকে পানি, কাদা ও কচুরিপানা দিয়ে রেললাইন সচল করলে পাহাড়িকা ট্রেন ঘটনাস্থল থেকে ছেড়ে যায়। রাত ৭টা পর্যন্ত কাজ করে পুরোপুরি রেললাইন সচল করা হয়।

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি, থানায় জিডি

চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৭

ডেভিল হান্ট অভিযানে শ্রীমঙ্গল আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে হত্যা

বধ্যভূমিগুলো জঙ্গলে ভরা

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত