হোম > সারা দেশ > মৌলভীবাজার

পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

গত তিন দিনের টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নে নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উজানে অব্যাহত বৃষ্টি থাকলে ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা রয়েছে। 

আজ শনিবার দেখা যায়, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নদী ও ছড়াগুলোতে অস্বাভাবিকভাবে পানি বেড়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। তবে এখনো পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ধলাই নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ উপজেলার ৮ থেকে ১০টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।’ 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ধলাই নদীতে পানি বাড়লেও এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ হওয়ায় আপাতত ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিমুক্ত আছে। তারপরও উপজেলা প্রশাসন ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের দিকে সার্বক্ষণিক নজরদারি করছে।’

হুমকিতে ধলাই নদের বাঁধ ও সেতু

হাওরে পরিযায়ী পাখি নিধন থামছেই না

প্রচারণা শুধু শহরেই, গ্রামের ভোটার জানে না গণভোট কী

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে

সিলেট অঞ্চল: পর্যটকদের ভোগান্তির ট্রেনযাত্রা

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বড়লেখায় পূর্ববিরোধে ঘরে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত