হোম > সারা দেশ > মেহেরপুর

‘মে দিবস তো বুঝি না বাপ, কাজ করলে পেটে ভাত যাবে, এটাই জানি’

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী উপজেলার তেরাইল মাঠে প্রচণ্ড গরম আর তাপ মাথায় নিয়ে কাজ করছেন দিনমজুরেরা। ছবি: আজকের পত্রিকা

আজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে, এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি। আমাদের মতো গরিব মানুষের কোনো দিবস নেই।’

উপজেলার চোখতোলা মাঠে কাজ করতে আসা দিনমজুর শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের আবার কিসের দিবস। আমরা এতটুকু জানি প্রতিদিন কাজ করলে মুখে ভাত উঠবে। এক দিন না খাটলে যখন মুখে ভাত উঠবে না। তাই গরিব মানুষের দিবস দিয়ে পেট চলে না। ছেলেমেয়েদের লেখাপড়া, ওষুধ, সংসার খরচ এসব চিন্তা মাথায় থাকলে বসে থাকার সময় থাকে না।’

ভবানীপুর গ্রামের দিনমজুর আব্দুর রশীদ বলেন, ‘প্রতিদিন কাজে এলে ৫০০ টাকা আয় হয়। কিন্তু দিনশেষে কোনো টাকা জমা করতে পারি না। সবকিছুর দাম বেড়েছে, বাজার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। বলতে গেলে আমাদের দিন আনা দিন খাওয়া। আমরা দিবস-টিবস অত বুঝি না বাপ, কাজ করলে পেটে ভাত যাবে।’

উপজেলার তেরাইল মাঠে কাজ করতে আসা মো. উকলুছ আলী বলেন, ‘মে দিবস তো বুঝি না। এই দিবসে কী হয়েছিল, তা–ও জানি না। আমরা কাজ করি বিভিন্ন মাঠে। খুব গরম ও রোদ তারপরও আমাদের প্রতিদিনই কাজ করতে হয়। আমাদের মতো গরিব মানুষদের আবার দিবস কিসের, না খাটলে যখন কেউ খেতে দেবে না। সবাই কাজে এসেছে তাই আমিও এসেছি।’

কাজ করতে আসা টুটুল আহমেদ নামের এক দিনমজুর বলেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, গরিবের পেট চলে টাকাতে, দিবসে না। তবে এই দিবসটি যেহেতু শ্রমিকদের নিয়ে, তাই দিবসটিতে ছুটি থাকা ভালো।’

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, ‘শ্রমিকেরা এখন আগের চেয়ে অনেক সচেতন। তারা তাদের অধিকার আদায়ে সব সময় তৎপর। তারপরও কোনো মালিক যদি জোরপূর্বক কোনো শ্রমিককে দিয়ে কাজ করিয়ে নেয়, তাহলে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা

ক্রেতা সেজে র‍্যাবের অভিযান, ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

প্রধান শিক্ষক ও ছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গাংনীতে তোলপাড়

গাংনী সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ